জম্মু-কাশ্মীরে কেন্দ্রশাসিত সরকার, নব নির্বাচিত মন্ত্রীদের দপ্তর বন্টনের বিষয়টি ঘোষণা করেছেন।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রাজভবন থেকে জারি করা কমিউনিকে-তে বিভিন্ন মন্ত্রীকে এই দায়িত্ব বন্টন করেছেন উপরাজ্যপাল মনোজ সিন্হা।
উপমুখ্যমন্ত্রী সুরিন্দার কুমার চৌধুরী পূর্ত দপ্তর, শিল্প ও বাণিজ্য, খনি, শ্রমিক ও ক্ষমতায়ন এবং দক্ষতা বিকাশ দপ্তরের দায়িত্বে থাকবেন। সাকিনা মাসুদ সামলাবেন স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা, স্কুল, উচ্চশিক্ষা এবং সামাজিক কল্যাণ দপ্তর। জলশক্তি, বন, বাস্তু ও পরিবেশ এবং আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব পাচ্ছেন জাভেদ আহমেদ রাণা। কৃষি, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ, সমবায় দপ্তরের জন্য জাভিদ আহমেদ দার-কে মনোনীত করা হয়েছে। খাদ্য, নাগরিক বন্টন, পরিবহণ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যাচ্ছে সতীশ শর্মার হাতে। অন্যান্য দপ্তরগুলির দায়িত্ব এখনো বন্টন করা না হলেও, তা’ মুখ্যমন্ত্রীর নজরদারিতে থাকবে বলে জানা গেছে।