জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায় সোপোরের জঙ্গলে চলা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান আজ দ্বিতীয় দিনেও অব্যাহত। সকাল থেকেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী সোপোরের জালুরা গুজ্জরপতি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গীদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে জঙ্গী উপস্থিতির খবর পেয়ে গতসন্ধ্যায় ঐ এলাকায় অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী পৌঁছলে শুরু হয় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।