জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আগামী মাসের ১৮ তারিখ থেকে তিন দফায় অনুষ্ঠিত হবে। আর হরিয়ানায় নির্বাচন অনুষ্ঠিত হবে এক দফায়, ১ অক্টোবর।তবে গণনা একই দিনে অক্টোবরের ৪ তারিখে অনুষ্ঠিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন।
জম্মু ও কাশ্মীরে, প্রথম দফার ভোটগ্রহণ আগামী মাসের ১৮ তারিখ, দ্বিতীয় দফায় ২৫ তারিখ এবং তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ ১ অক্টোবর। রাজীব কুমার জানান, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ৮৭ লক্ষেরও বেশি নির্বাচক ৯০ জন সদস্যকে নির্বাচিত করবেন। জম্মু ও কাশ্মীর বিধানসভার নেতাদের ভাগ্য নির্ধারণ করবেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে ১১,৮০০-রও বেশি পোলিং স্টেশন থাকবে।
তিনি বলেন, কমিশন সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা সফর করে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছে।জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের সময় জম্মু ও কাশ্মীরের বুথে লম্বা লাইন প্রমাণ করে যে মানুষ কেবল পরিবর্তন চায় না, সেই পরিবর্তনের অংশ হয়ে তাদের আওয়াজও তুলতে চায়। লোকসভা নির্বাচনে বুলেটের বদলে ব্যালটকেই বেছে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের মানুষ। হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ২ কোটিরও বেশি ভোটার অংশ নেবেন। রাজীব কুমার বলেন রাজ্যে ২০ হাজারের বেশি পোলিং স্টেশন তৈরি করা হবে।