মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 20, 2025 10:23 AM

printer

জম্মু ও কাশ্মীরে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল যোগাযোগ  ইউএসবিআরএল- এর কাটরা-বদগাম রেলপথের পরীক্ষামূলকভাবে  চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে।

জম্মু ও কাশ্মীরেউধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল যোগাযোগ  ইউএসবিআরএল এর কাটরা-বদগাম রেলপথের পরীক্ষামূলকভাবে  চূড়ান্ত পর্যায়ের ট্রেন চালানো গতকাল শেষ হয়েছে। ১৮ কোচের ট্রেনটি কাটরা রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীরের দিকে সকাল আটটায় শুরু হয়েছিল। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথ নির্মাণে একচল্লিশ হাজার কোটি টাকা।  ৩২৬ কিলোমিটার দীর্ঘ রেলপথে ১১১ কিলোমিটার সুড়ঙ্গের মধজ্য দিয়ে যাবে। এর মধ্যে একটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ১২ দশমিক ৭৭ কিলোমিটার। ভারতীয় রেলওয়ে রিয়াসি জেলার চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু তৈরি করেছে। ১ কিলোমিটার ৩শো ১৫  মিটার দীর্ঘ সেতুর  একটি স্তম্ভ চারশো ৬৭ মিটার এবং নদীর তলদেশের উপরে ৩ শো উনোষাট মিটার উচ্চতা রয়েছে। সেতুটি সাঙ্গলদান রেলওয়ে স্টেশন এবং রিয়াসি রেলওয়ে স্টেশনের মধ্যে । ভারতীয় রেলওয়ে আঞ্জি খাদ নদীর উপর প্রথম কেবল-ব্যবস্থাপনায় সেতুও তৈরি করেছে। এই  রেলপ্রকল্পটি উদ্যানপালনকৃষিপর্যটন এবং  বাণিজ্যকে উত্সাহিত করবে কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে  সহজ এবং ব্যয়সাশ্রয়ী করে তুলবে।     

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন