কাশ্মীর উপত্যকায়, বারামুল্লা জেলার উরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসায় নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়। এই ঘটনায় এক জঙ্গী মারা পড়েছে। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ উরির ওই জায়গায় অনুপ্রবেশ বিরোধী অভিযান পরিচালনা করছিল। সেই সময় জঙ্গীরা নিরাপত্তা বাহিনীর উপর নির্বিচারে গুলি চালায়। বাহিনীর সদস্যরা এর পালটা জবাব দেয়। এই ঘটনায় এক জঙ্গী মারা যায়, তার পরিচয় জানার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল, দুটি একে ম্যাগাজিন, ৫৭ রাউন্ড গুলি, দুটি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগাজিন এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করেছে।
Site Admin | October 21, 2024 10:43 AM