জমি জবর দখল রুখতে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানেই জমি উদ্ধার করা হচ্ছে পুনরায় তা দখল হয়ে যাচ্ছে। তিনি বলেন, যে সময়ে জবর দখলের ঘটনা ঘটবে তখন প্রশাসনিক স্তরে যিনি দায়িত্বে থাকবেন এখন থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জবরদখল হয়ে যাওয়া জমি ৬ মাসের মধ্যে মুক্ত করতে হবে বলেও তিনি নির্দেশ দেন। ২০১১ সাল থেকে রাজ্যজুড়ে ৬ লক্ষ মানুষকে জমির পাট্টা দেওয়ার পরেও আরও সাড়ে পাঁচ হাজার পাট্টা দেওয়ার জন্যে সবকিছু প্রস্তুত আছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
এদিকে, রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে প্রচুর ভুয়ো একাউন্টে হিসাববহির্ভূত টাকা রয়েছে বলে মুখ্যমন্ত্রী আজ জানান। যথাযথ তদন্ত চালিয়ে দুই মাসের মধ্যে সেই টাকা বাজেয়াপ্ত করে রাজ্যের কোষাগারে ফিরিয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Site Admin | January 2, 2025 8:05 PM