জমির বিনিময়ে চাকরির অভিযোগ সংক্রান্ত দুর্নীতির মামলায় রাষ্ট্রীয় জনতা দল নেতা, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিলেছে বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI জানিয়েছে। এর প্রেক্ষিতে তারা গতকাল দিল্লীর রাউস এভিনিউ আদালতে ওই অনুমতির একটি প্রতিলিপি পেশ করে।
সিবিআই এর কৌঁসুলি গতকাল আদালতে জানান, এই মামলায় আরও ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্যেও অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। এদের বিরুদ্ধে এই অনুমোদন পাওয়ার জন্যে তদন্তকারী সংস্থা আরও ১৫ দিন সময় চেয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৫ ই অক্টোবর।
উল্লেখ্য,লালু প্রসাদ ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেল্ মন্ত্রী থাকাকালীন তাঁর পরিবারের লোক ও সঙ্গী সাথীদের জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ। মধ্য প্রদেশের জম্বলপুরে পশ্চিম মধ্য রেলের গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে এই অনিয়ম ধরা পরে।
উল্লেখ্য, এ মাসের ১৯ তারিখে আদালত এই মামলায় লালু প্রসাদ, তাঁর পুত্র – বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কে তলব করে।