জনজাতি সংস্কৃতিক সমাগম এর অংগ হিসেবে গতকাল প্রয়াগরাজে মহাকুম্ভে জনজাতীয় যুব কুম্ভের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আট হাজারের বেশি আদিবাসী যুবা এই যুব কুম্ভে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে, যুব সম্প্রদায়কে সামাজিক ঐক্যের লক্ষ্যে কাজ করতে এবং দেশকে আত্মনির্ভর করে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের ২৫ জন যুবককে আদিবাসী জনগোষ্ঠীর জন্য তাদের অসাধারণ কাজের স্বীকৃতিতে পুরস্কৃত করা হয়।
ভারতে প্রায় ১১ কোটি তপশিলি উপজাতি মুক্ত মানুষের বসবাস যা এদেশের সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্যকে তুলে ধরে। যুব কুম্ভ চলাকালীন আদিবাসী যুবারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের শপথ নেন। অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের জাতীয় সভাপতি সত্যেন্দ্র সিং জানিয়েছেন, আজ তাদের শোভাযাত্রা বের হবে এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। সারা দেশের ১২০ টি সাংস্কৃতিক নৃত্য গোষ্ঠী মহাকুম্ভে আজ থেকে তাদের পরম্পরাগত নৃত্যকলা পরিবেশন করবে।