ছত্তিসগড়ে আজ দুটি পৃথক ঘটনায় ২৪ জন মাওবাদী মারা পরেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে শহিদ হয়েছেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ান। বিজাপুর জেলার বাস্তার ডিভিশনের বিজাপুরের সীমান্ত এলাকা এবং দান্তেওয়াড়া জেলার জঙ্গলে, গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়। আজ সকাল থেকে গঙ্গালুর এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এপর্যন্ত সংঘর্ষস্থল থেকে ২০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও ওই স্থল থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণে অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক। এলাকাজুড়ে এখনও চলছে তল্লাশি।
অন্যদিকে, ছত্তিসগড়ের কাঁকের জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে চার মাওবাদী মারা পরেছে বলে খবর।