ছত্তিশগড়ে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২ জন মাওবাদী মারা পড়েছে। তেলেঙ্গানা সীমান্ত লাগোয়া বীজাপুর জেলায় দক্ষিণ বস্তার জঙ্গলে আজ সকালে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সিআরপিএফ ছাড়াও কোবরা ব্যাটেলিয়ান এবং জেলা সংরক্ষিত বাহিনী ঐ দলে ছিল। এরপরই শুরু হয় দু পক্ষের মধ্যে গুলির লড়াই। পাওয়া গেছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ। মাওবাদী সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বাস্তার রেঞ্জের আই জি জানিয়েছেন।
এদিকে, ওই জেলারই বাসাগুড়া এলাকায় আই ই ডি বিস্ফোরণে দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এলাকায় টহল দেবার সময় এই বিস্ফোরণ ঘটে। আওত জওয়ানদের সেখান থেকে সরিয়ে এনে চিকিৎসা শুরু হয়েছে। আপাতত তাঁরা বিপন্মুক্ত।