ছত্তিশগরের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী মারা পড়েছে বলে খবর। সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মীও শহীদ হয়েছেন , আহত একাধিক।
আজ সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালানোর সময় দুপক্ষের সংঘর্ষ বাধে। এলাকায় আরো বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। অভিযান এখনও চলেছে।