ছত্তিশগরের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন নকশাল মারা পড়েছে বলে খবর। সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মীও শহীদ হয়েছেন, আহত একাধিক।
আজ সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালানোর সময় দুপক্ষের সংঘর্ষ বাধে। নিহত নিরাপত্তা কর্মীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।