ছত্তিশগড় পুলিশ, সাইবার প্রতারণার মামলায় ছত্তিশগড় রাজস্থান এবং ওড়িশার ৪০টি জায়গায় এক বড় ধরনের অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন নাইজেরিয় নাগরিকও রয়েছে। ১০০ জনের বেশি পুলিশ আধিকারিক ও কর্মী’ Operation Cyber Shield’ নামে ঐ অভিযানে অংশ নেন বলে জানিয়েছেন রায়পুর রেঞ্জের পুলিশের আই. জি. অমরেশ মিশ্র।
এ পর্যন্ত প্রায় ৮৫ কোটি টাকার সাইবার প্রতারণার তথ্য সামনে এসেছে। ধৃতরা ডিজিটাল অ্যারেস্ট শেয়ার ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি কেওয়াইসি আপডেটের মত বিভিন্ন প্রক্রিয়ায় মানুষকে প্রতারণা করতো। দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ থানায় ধৃতদের বিরুদ্ধে ১৪০০ টিরও বেশি মামলা রুজু হয়েছে।