মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 19, 2024 10:51 AM

printer

ছত্তিশগড়ে নিয়োগ কেলেঙ্কারির মামলায় সিবিআই পি এস সি-র প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে।

ছত্তিশগড়ে সিবিআই, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তামান সিং সোনওয়ানিকে পি এস সি-র নিয়োগ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করেছে। সিবিআই একটি বেসরকারি স্টিল কোম্পানীর এক ডিরেক্টরকেও ধরেছে। সোনওয়ানির বিরুদ্ধে অভিযোগ, ছত্তিশগড় পার্বলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে তিনি তাঁর আত্মীয়দের সুবিধা পাইয়ে দিয়েছেন। এই নিয়োগগুলির মধ্যে রয়েছেন, ডেপুটি কালেক্টর পদে চেয়ারম্যানের ছেলে, ডেপুটি পুলিশ সুপার পদে তার ভাইপো, লেবার অফিসার হিসাবে তার ভাগ্নি, ডেপুটি কালেক্টর পদে তার পুত্রবধু এবং জেলা শুল্ক আধিকারিকের পদে তার ভাইয়ের পুত্রবধূ।

সিবিআই, বজরং পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেডের ডিরেক্টর শ্রাবন কুমার গয়ালকেও গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গ্রামীণ বিকাশ সমিতির সদস্য হিসাবে কর্মরত সোনওয়ানির আত্মীয়দের মাধ্যমে ৪৫ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। গয়ালের ছেলে শশাঙ্ক এবং পুত্রবধূ ভূমিকা পাটারিয়াকে ডেপুটি কালেক্টরের পদে নিয়োগের জন্য এই অর্থ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন