ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ মহিলা মাওবাদী-সহ ১৭ জন মাওবাদী নিহত হয়েছে। চারজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহত জওয়ানরা বর্তমানে সঙ্কট মুক্ত। নিহত নকশালদের মধ্যে একজনকে জগদীশ ওরফে বুধরা বলে চিহ্নিত করা হয়েছে। তাঁর মাথার জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।
বস্তার ডিভিশনের সুকমা জেলায় এই এনকাউন্টার হয়। ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সিআরপিএফ ও ডিআরজির যৌথ দল কেরলাপাল এলাকায় নকশাল বিরোধী অভিযান চালায়।
এদিন সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থল থেকে নিহত মাওবাদীদের দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
এ ছাড়াও ঘটনাস্থল থেকে একে ৪৭, সেলফ লোডিং রাইফেল, রকেট লঞ্চার, থ্রি নট থ্রি রাইফেল, ব্যারেল গ্রেনেড লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।