মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 26, 2025 10:06 AM

printer

ছত্তিশগড়ের দান্তেওয়ারা এবং বিজাপুর জেলার সীমান্ত অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী মারা পড়েছে।

ছত্তিশগড়ের দান্তেওয়ারা এবং বিজাপুর জেলার সীমান্ত অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী মারা পড়েছে। এদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে। তার নাম সুধীর ওরফে সুধাকর। তিনি দান্তেওয়াড়া বিশেষ জোনাল কমিটির সক্রিয় সদস্য ছিলেন। তার মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য হয়েছিল। এছাড়াও অন্য দুই নিহত মাওবাদীদের প্রত্যেকের মাথার দাম ছিল দু লক্ষ টাকা। দান্তেওয়ারা জেলার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতেই স্থানীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ছত্রিশগড়ের বস্তার ডিভিশনে চলতি বছরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একশো জনের মত মাওবাদীর মৃত্যু হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন