আজ চৈত্র সংক্রান্তি। বাংলা ১৪৩১ সালের শেষ দিন ৩১শে চৈত্র। চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বসে গাজনের মেলা। তারকেশ্বর পূণ্যধাম সহ হুগলির নানা স্থানে সাড়ম্বরে পালিত হয় গাজনের উৎসব ও মেলা। হুগলি, পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ রাজ্যের নানা স্থানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বসে গাজনের মেলা, চড়কের মেলা ও উৎসব। অন্যদিকে চৈত্র সংক্রান্তিতে রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় চড়ক পুজো।
Site Admin | April 14, 2025 9:08 AM
চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বসে গাজনের মেলা
