চেন্নাইয়ের কাভারাইপেট্টাইয়ের রেল দুর্ঘটনা স্থল আজ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এ এম চৌধুরী। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের অদূরে, একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত মাইসুরু দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেস। দুর্ঘটনাস্থলে গিয়ে রেললাইন, পয়েন্ট ও ব্লক, সিগন্যাল, স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা, কন্ট্রোল প্যানেল ও অন্যান্য জিনিস পরিদর্শন করেন রেলের সেফটি কমিশনার। ওই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত যাত্রীকে স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জন অল্প জখম যাত্রীকে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অন্য যাত্রীদের উদ্ধার করে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালে দ্বারভাঙ্গাগামী ট্রেনে আজ ভোরে তাঁদের তুলে দেওয়া হয়। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে রেলের ডাক্তাররা যাত্রীদের মেডিকেল চেকআপ করেন।