চেন্নাইতে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস সংস্থার স্টার কনটেন্ডার ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছেন মানব ঠক্কর। পুরুষদের সিঙ্গলস প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির আন্দ্রে বার্টেলস্মেয়ারকে ৩-২ ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে, প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের কৃত্তিকা রায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত জাপানের মিউ নাগাসাকির কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হন।
Site Admin | March 29, 2025 6:33 PM
চেন্নাইতে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস সংস্থার স্টার কনটেন্ডার ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছেন মানব ঠক্কর।
