মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 6:33 PM

printer

চেন্নাইতে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস সংস্থার স্টার কনটেন্ডার ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছেন মানব ঠক্কর।

চেন্নাইতে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস সংস্থার স্টার কনটেন্ডার ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছেন মানব ঠক্কর। পুরুষদের সিঙ্গলস প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির আন্দ্রে বার্টেলস্মেয়ারকে ৩-২ ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসেপ্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের কৃত্তিকা রায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত জাপানের মিউ নাগাসাকির কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন