মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2024 11:57 AM

printer

চীনের ভূতত্ত্ববিদরা সেদেশের উত্তরাংশে নতুন দুটি খনিজের সন্ধান পেয়েছেন।

চীনের ভূতত্ত্ববিদরা সেদেশের উত্তরাংশে নতুন দুটি খনিজের সন্ধান পেয়েছেন। চীনের ওই অঞ্চল, বিশ্বের বৃহত্তম বিরল খনিজের ভান্ডার হিসেবে পরিচিত। ইনার মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলের বায়ান ওবো এলাকায় ওবোনিয়োবাইট এবং স্ক্যানডিও – ফ্লুয়োরো একারম্যানাইট নামে দুটি নতুন নিয়োবিয়াম – স্ক্যানডিয়াম খনিজ আবিস্কারের কথা ঘোষণা করেছে চাইনিজ্ অ্যাকাডেমী অফ্ সায়েন্সেস । এই নিয়োবিয়াম ও স্ক্যানডিয়াম, অতি বিরল এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধাতু। নতুন দুটি খনিজের উপাদানগুলি সামরিক শিল্প, জাতীয় প্রতিরক্ষা, আকাশপথ, তথ্য প্রযুক্তি, নতুন জ্বালানির মতো ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে – এই খনিজ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন