চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গতকাল নতুন দিল্লিতে দ্বিতীয় বার্ষিক সেনা ঐতিহ্য উৎসবের উদ্বোধন করেছেন। দুদিনের এই উৎসবে বৈশ্বিক, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, কর্পোরেশন, সরকার, বেসরকারি ক্ষেত্র ,অলাভজনক সংস্থা, শিক্ষাবিদদের মাধ্যমে ভারতের জাতীয় নিরাপত্তা, বিদেশ নীতি ও সেনা ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।একই সঙ্গে জেনারেল চৌহান শৌর্য গাথা প্রকল্পেরও সূচনা করেন।এর লক্ষ্য ভারতের সামরিক ঐতিহ্যকে শিক্ষা ও পর্যটনের মাধ্যমে বিকশিত ও সংরক্ষণ করা।
এর পাশাপাশি তিনি অবসরপ্রাপ্তএয়ার মার্শাল বিক্রম সিং এর লেখা ১৯৭১ সালের ভারত -পাক যুদ্ধ নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন। প্রতিরক্ষা গবেষণা পর্ষদ DRDO আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে তাদের অবদান সম্বলিত একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে।