চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে সুপারিশ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত জাতীয় টাস্কফোর্স- এনটিএফ গতকাল নতুন দিল্লীতে প্রথম বৈঠকে বসে। ক্যাবিনেট সচিবের পৌরোহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব সহ সব সদস্য উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারে স্বল্পমেয়াদি ব্যবস্থা নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিসের মহানিরদেশকদের সঙ্গে আলোচনা করতে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরেক দফা বৈঠক হবে।
এদিকে গতকালের বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরাও বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাদের ওয়েবসাইটে “এনটিএফকে পরামর্শ” নামে একটি জাতীয় পোর্টাল তৈরি করেছে। দেশের মানুষ এবং বিভিন্ন সংগঠন এখানে তাঁদের মতামত জানাতে পারবেন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে রাজ্যগুলিকে তথ্য দেওয়ারও অনুরোধ করেছে মন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং এনটিএফ সদস্যরা বিভিন্ন সংগঠনের সঙ্গে পরামর্শ করবেন। এনটিএফ সদস্যরা জানিয়েছেন তারা সংশ্লিষ্ট সংগঠনগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং আলাদা আলাদাভাবে ৩০০ থেকে ৪০০ টি পরামর্শ পেয়েছেন।