চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার যেকোন ঘটনাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সর্বাধিক ৬ ঘণ্টার মধ্যে এফ আই আর দায়ের করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের মহা নির্দেশক অতুল গোয়েল এই মর্মে সবকটি কেন্দ্রীয় সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রধানদের চিঠি লিখেছেন। সম্প্রতি কলকাতার আর জি কর-এ একজন শিক্ষার্থী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা এবং এর প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভকে কেন্দ্র করে এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর লাগাতার হামলার ঘটনা বাড়ছে। অনেক স্বাস্থ্যকর্মী কর্তব্য পালন করতে গিয়ে আহতও হয়েছেন।
Site Admin | August 16, 2024 8:32 PM