মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 14, 2025 8:59 AM

printer

চাকরি ফিরিয়ে দেবার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ

চাকরি ফিরিয়ে দেবার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ। বুধবার দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। এর জন্য আজই ধর্মতলা থেকে বাসে রওনা দেবেন চাকরি হারানো শিক্ষকরা। পয়লা থেকে ৭ই মে পর্যন্ত রিলে অনশন এবং ৮ ই মে‌ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরণ অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হবে।

এর‌ পাশাপাশি, ২০১৬ SLST ও RLST চাকরি বাঁচাও কমিটির তরফে চাকরিহারা শিক্ষকরা আজ কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন। অন্যদিকে,‌ আগামী ২২ এপ্রিল শিয়ালদহ থেকে মিছিল করে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একটি সংগঠন। গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র নিয়ে এক প্রতিনিধিদল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রার্থনা করবেন। এছাড়াও ১৮ ও‌‌ ১৯ এপ্রিল জেলায় জেলায় মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি রয়েছে তাঁদের।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন