চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৪-২৫-এ মার্চ মাস পর্যন্ত বাকি সময়ে পশ্চিমবঙ্গে, প্রধানমন্ত্রী পোষণ বা মিড ডে মিল প্রকল্পের অধীনে ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়ার জন্য অতিরিক্ত পুষ্টি বাবদ সপ্তাহে আরও দুটি করে ডিম বরাদ্দ করা হয়েছে। বর্তমানে সপ্তাহিক যে একটি করে ডিম তারা পেয়ে থাকে, এগুলি হবে তার অতিরিক্ত। মোট ১১ দিন তারা এই সুবিধা পাবে। এর জন্য ছাত্রছাত্রী পিছু ৮ টাকা খরচ ধরা হয়েছে। রাজ্যে সবকটি জেলায় এটি বলবত্ করা হবে। ডিমের পরিবর্তে মরশুমি ফল দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকায় সব জেলাশাসকদের ৩১-শে মার্চের মধ্যে এই ব্যবস্হা কার্যকর করতে বলা হয়েছে। এজন্য রাজ্যে খরচ হবে আরও ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।
এদিকে, বর্তমান বাজার মূল্যে শিক্ষার্থীদের ন্যুনতম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সরবরাহের স্বার্থে শুধুমাত্র ১১ দিন নয়, প্রতিদিনই প্রাথমিকে ২০ টাকা এবং উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের জন্য ২৫ টাকা করে বরাদ্দের দাবি জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি এসটিইএ।
অন্যদিকে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এই উদ্যোগ ছাত্র ছাত্রীদের পুষ্টির ক্ষেত্রে সহায়ক হবে।