চরম বামপন্থা প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী দের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পৌরোহিত্য করছেন। বৈঠকে উপস্থিত আছেন অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্রিশগড়, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, ওড়িশা ,মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা । উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রের প্রবীণ আধিকারিকরা, রাজ্য ও কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ও উপস্থিত আছেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ,২০২০ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে চরম বামপন্থীদের উৎখাত করতে কেন্দ্র বদপরিকর। এর জন্য নকশাল প্রভাবিত রাজ্যগুলির সরকারকে কেন্দ্র সব রকম সাহায্য করবে। নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এই ধরনের কার্যকলাপ ৭২ শতাংশ কমেছে, পাশাপাশি ২০১০ এর তুলনায় ২০২৩-এ মৃত্যুর সংখ্যা ৮৬ শতাংশ কমেছে বলেও, কেন্দ্রীয় সরকার জানিয়েছে। চরম বামপন্থীরা তাদের বিশেষ যুদ্ধ লড়ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের এ পর্যন্ত ২০২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে, ১২৩ জন আত্মসমর্পণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে ৮১২ জন। মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যাও এ বছর ৩৮ এ নেমে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ,এই সমস্ত এলাকায় সড়ক এবং মোবাইলে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে সরকার একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি,প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের কাজের উপরেও জোর দিয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে এ পর্যন্ত ১৪ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করা হয়েছে এবং প্রায় ছয় হাজার মোবাইল টাওয়ার বসানো হয়েছে।