রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই চন্ডিগড় থেকে আসামগামী ১৫৯০৪ডিব্রুগড় এক্সপ্রেস আজ উত্তর প্রদেশের গোন্দা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ট্রেনটি গতকাল চন্ডিগড় ছাড়ে। আজ বেলা আড়াইটে নাগাদ মতিগঞ্জ এবং ঝিলাহি রেলস্টেশনের মাঝে ট্রেনটির কমপক্ষে ১২ টি বগি লাইন থেকে ছিটকে যায়। কয়েকটি বগি পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। যদিও রেলসূত্রে চার পাঁচটি কামরা লাইনচ্যূত হওয়ার কথা জানানো হয়েছে। ঘটনায় আহত বেশ কয়েকজন। ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের আধিকারিকদের ত্রাণ উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।
রেলের পক্ষ থেকে গোন্দা ছাড়াও অসমের তিনসুকিয়া, ডিব্রুগড়, সিমালপুর, ফুরকাটিং এবং মারিয়ানি সহ বেশ কয়েকটি স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।