মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2024 4:30 PM

printer

ঘূর্ণিঝড়, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্যে নতুন ২৪টি বহুমুখী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে মন্ত্রী জাভেদ আহমেদ খান জানিয়েছেন।

ঘূর্ণিঝড়, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্যে নতুন ২৪টি বহুমুখী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে পাঁচটির নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান জানিয়েছেন। বিধানসভায় আজ, তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত কুমার পালের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৪৩০ টি ফ্লাড সেন্টার রয়েছে। আধুনিক বহুমুখী সাইক্লোন সেন্টারের সংখ্যা ২২১টি। রাজ্যের তিন  ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলায় ওই কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২২১ টি নতুন বহুমুখী সাইক্লোন সেন্টার এর মধ্যে উত্তর ২৪ পরগনা ৬৩ টি দক্ষিণ চব্বিশ পরগণায় ১১৫ টি এবং পূর্ব মেদিনীপুরের ৪৩ টি গড়ে তোলা হয়েছে। নতুন যে ২৪ টি সাইক্লোন সেন্টার তৈরি করা হবে তার মধ্যে চারটি উত্তর ২৪ পরগনায়, ১৫টি দক্ষিণ ২৪ পরগণায় এবং পাঁচটি পূর্ব মেদিনীপুরে গড়ে উঠবে। এজন্য আনুমানিক খরচের পরিমাণ সাড়ে চার কোটি টাকা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন