পূর্ব উপকূল রেল আজ থেকে পরবর্তী তিনদিনে ১৯৮টি ট্রেন বাতিল করেছে। পূর্ব রেলও সবরকমের সতর্কতামূলক ব্যবস্হা নিয়েছে। শিয়ালদা ডিভিশনে শহরতলির ১৬০-টি ট্রেন বাতিলকরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সন্ধে ৭-টা থেকে শুক্রবার সকাল ১০-টাপর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। একইসঙ্গে শিয়ালদা, বারাসাত, হাসনাবাদের পরিষেবাও আগামীকাল রাত ৮-টা থেকে শুক্রবার সকাল ১০-টা পর্যন্ত বাতিল থাকবে। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক ব্যবস্হা হিসেবে আজ বেলা আড়াইটে থেকে সাগর ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।আগামী দু’দিন তা পুরোপুরি বন্ধ থাকবে । এছাড়া জেলার সমস্ত ফেরি পরিষেবা কাল থেকেপুরোপুরি বন্ধ থাকবে। আজ থেকে টানা তিন দিন জেলার উপকূলের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগরেআসা সমস্ত পর্যটক ও পুণ্যার্থীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল,লজ আজকের মধ্যে খালি করে দিতে হবে। সমুদ্রস্নান পুরোপুরি বন্ধথাকবে। সুন্দরবন ভ্রমণও বন্ধ থাকবে। এবার জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কন্ট্রোলরুমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন।বিদ্যুৎ বিপর্যয় হলে জেনারেটর ব্যাকআপ থাকবে। আজ বিকেল থেকে জেলা প্রশাসন সুন্দরবনের বিছিন্ন দ্বীপ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু করবে। রাতেই জেলায় পৌঁছে গিয়েছে এনডিআরএফের অতিরিক্ত বাহিনী। বিভিন্ন উপকূলে মোতায়েন থাকবে এই বাহিনী। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা এই কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা উপস্থিত আছেন। পরিস্থিতি বুঝে এলাকায় পৌঁছে যাবে। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিভিন্ন উপকূলে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরার ফিড পৌঁছে যাবে সরাসরি কন্ট্রোলরুমে।
এদিকে, আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কবার্তা অনুসারে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সতর্কতা মূলক সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিক ভাবে শহরতলী পরিষেবায় ১৬০ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (24.10.2024) সন্ধ্যা ৮ টা থেকে আগামী শুক্রবার (25.10.2024) সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার স্টেশন গুলি থেকে এবং আগামীকাল সন্ধ্যা ৭ টা থেকে আগামী শুক্রবার(25.10.2024) সকাল ৯ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার স্টেশন গুলির দিকে যাওয়ার ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। একইসঙ্গে শিয়ালদা – বারাসাত – হাসনাবাদ পরিষেবা আগামীকাল ( 24.10.2024) এর সন্ধ্যা ৮ টা থেকে পরেরদিন শুক্রবার ( 25.10.2024) সকাল ১০ টা পর্যন্ত বাতিল থাকবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর।