উত্তর পূর্ব রাজস্থান থেকে বাংলাদশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত এবং দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম আসাম পর্যন্ত দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার ৯’ই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আজ কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং সোম ও মঙ্গলবার উত্তর দিনাজপুর বাদে বাকি পাঁচটি জেলায়।
কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমলেও, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশী থাকায়, ভ্যাপসা গরনে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭’ডিগ্রি সেলসিয়াস- স্বাভাবিকের তুলনায় যা প্রায় এক ডিগ্রি বেশী।