গ্রামীন এলাকায় ঋণদানের পরিমাণ, গত ১০ বছরে ৭’লক্ষ ৩০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ২৫ লক্ষ ৪৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন।
আজ লোকসভায় অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪-এ ‘কিষাণ ক্রেডিট কার্ড’ ও কৃষিঋণ বাবদ চার লক্ষ ২৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল কৃষকদের। এখন তা’ বেড়ে হয়েছে ৯’লক্ষ ৮২ হাজার কোটি টাকা। আর্থিক অন্তর্ভুক্তি সুনিশ্চিত করতে ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’য় ৫২ কোটির বেশী অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যুবদের জন্য মুদ্রা যোজনা ও স্টার্ট আপ ইন্ডিয়ার মতো বিভিন্ন প্রকল্প সরকার রূপায়িত করেছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।