গোয়ায় চলেছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি।
এই উৎসবের তৃতীয় দিনে আজো বিভিন্ন কর্মসূচী রয়েছে।
দ্বিতীয় দিনে গতকাল, বিভিন্ন ধরণের, নানা ভাষার ৭০টিরও বেশি ছবি দেখানো হয়। আজ আরও ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এ ছাড়া ওপেন এয়ার বা মুক্ত মঞ্চে দেখানো হবে তিনটি চলচ্চিত্র।
উৎসবের আজকের বিশেষ আকর্ষণ Creative Minds of Tomorrow (CMOT) ইভেন্ট, যেখানে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের জন্যে ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ এর সময়সীমা শেষ হবে। এবার ১৩টি চলচ্চিত্র নির্মাণকারী সংস্থার ১০০ জন প্রতিশ্রুতিবান তরুণ-তরুণী এই ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগীরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের নির্মিত ছবি প্রদর্শন করবেন।
গতকাল ফিল্ম বাজারের মাধ্যমে দেশের উদীয়মান প্রতিভাদের নির্মিত সিনেমাগুলি আন্তর্জাতিক স্তরে পরিবেশক, বিক্রয় এজেন্ট এবং চলচ্চিত্র পরিচালকদের কাছে তুলে ধরা হয়।