গুজরাতের উপকূলীয় জেলা সৌরাষ্ট্রে গত দু দিনের ভারী বৃষ্টিতে নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, সবথেকে খারাপ অবস্থা দেবভূমি দ্বারকা এবং পোরবন্দরের। গত ৩৬ ঘন্টায় সেখানে ২০ ইঞ্চির বেশী বৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় ৫৭টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি সামাওল দিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে মোতায়েন করা হয়েছে। ৯ টি রাজ্য সড়ক সহ ২শো টি রাস্তা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত। ১৩টি বাঁধে উচ্চ সুতর্কতা জারী করা হয়েছে।
এদিকে, আবহাওয়া দপ্তর আগামী দু দিনও সৌরাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।