গুজরাট সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজ ভালসাদ জেলার ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র মিশনের বার্ষিক উৎসবের সমাপ্তিতে মহামস্তকঅভিষেক অনুষ্ঠানে যোগ দেন। আজ বিকেলেই তিনি আহমেদাবাদ থেকে ধরমপুরে পৌঁছেন। অনুষ্ঠানে গুজরাটের অর্থ ও শক্তি মন্ত্রী কানুভাই দেশাই এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি উপস্থিত ছিলেন।
Site Admin | December 30, 2024 8:57 PM