স্বাস্থ্য পরিষেবা মহা নির্দেশনালয়ের প্রধান অতুল গোয়েল আজ চন্ডিপুরা ভাইরাস এবং একিউট এনসেফেলাইটিস সিনড্রোম AES সংক্রমনের ব্যাপ্তি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। গুজরাটে AES আক্রান্তদের পারিপার্শ্বিক সমস্ত বিষয় নজরদারির আওতায় আনা হচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর ডিসিস কন্ট্রোল, আইসিএমআর এবং পশুপালন ও ডেয়ারি দপ্তরের দলগুলি গুজরাট সরকারকে সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত ৭৮ টি AES এর ঘটনা সামনে এসেছে যার মধ্যে ৭৫ টি গুজরাটে দুটি রাজস্থানে এবং একটি মধ্যপ্রদেশে। মৃত্যু হয়েছে ২৮ জনের ।
Site Admin | July 20, 2024 9:56 PM