গুজরাট, কোঙ্কন, গোয়া এবং মধ্যমহারাষ্ট্রে আগামী দু’দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর, উত্তর-পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসম ভবন জানিয়েছে, আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে।
এদিকে, তেলেঙ্গানায় অবিরাম বৃষ্টির জেরে আজ সকালে ভদ্রাচলামে গোদাবরী নদীর জলস্তর বিপদসীমার কাছে পৌঁছেছে। নিচু এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ভদ্রদ্রি কোঠাগুদেম জেলার বেশকিছু গ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত রাজ্যে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ১০টি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
Site Admin | July 23, 2024 8:59 AM