গুজরাটের বনস্কান্থায় বাজি বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে- ১৮ । মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। রাজ্য সরকারের মুখপাত্র, মন্ত্রিসভার সদস্য হৃষুকেশ প্যাটেল সাংবাদিকদের জানান, তীব্র বিষ্ফোরণে বাজি কারখানার ছাদ ভেঙে পড়লে এই বিপত্তি ঘটে। এখনো পর্যন্ত আহতের সংখ্যা- পাঁচ। হতাহতেরা অধিকাংশই মধ্যপ্রদেশের বাসিন্দা। শ্রী প্যাটেল জানান, কারখানাটিকে নতুন করে লাইসেন্স দেওয়া না হলেও, সেখানে বাজি মজুত করা ছিল। দোষীদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’ও এই ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।