গুজরাটে বৃষ্টি জনিত দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কেন্দ্র ৬ কলাম সেনা পাঠিয়েছে।দ্বেবভূমি দ্বারকা,আনন্দ,ভদোদরা,খেড়া,মরবি ও রাজকোট -বৃষ্টি -বিপর্যস্ত এই জেলাগুলিতে সেনা কর্মীদের নিযুক্ত করা হবে। বর্তমানে ১৪ টি NDRF এর ও ২২ টি রাজ্য বিপর্যয় মোকাবিলা দল রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ চালাচ্ছে।অবিরাম ভারি বর্ষণ জনিত কারনে এপর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ।
আবহাওয়া দপ্তর ৩০ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে ।মান্ডবি- কান্দলা বন্দরে তিন নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে।