মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 30, 2024 1:42 PM

printer

গাজা ভূখন্ডে স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসরা যেকোনো চুক্তি বা প্রস্তাবে রাজী বলে মত ব্যক্ত করেছে।

গাজা ভূখন্ডে স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসরা যেকোনো চুক্তি বা প্রস্তাবে রাজী বলে মত ব্যক্ত করেছে। এক বরিষ্ঠ হামাস আধিকারিক গতকাল জানান, সমগ্র গাজা ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া এবং ত্রাণ সাহায্য, আশ্রয়দান ও বন্দী বিনিময়ের মত বিষয়গুলি এধরনের চুক্তির অন্তর্ভুক্ত হতে হবে।

  অন্যদিকে মিশরের রাষ্ট্রপতি আব্দেল-ফতাহ্‌-আল-সিসি গত রবিবার প্যালেস্তিনীয়  বন্দীদের বিনিময়ে চার ইজরায়েলী পণবন্দীকে মুক্তি দিতে দু-দিনের স্বল্পমেয়াদী যুদ্ধ বিরতির প্রস্তাব করেন। এব্যাপারে গত কয়েকমাস ধরে দোহা এবং কায়রোতে বেশ কয়েক দফা আলোচনা চলে। কিন্তু বর্ষব্যাপী সংঘর্ষের অবসানের জন্য তা’ কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছতে পারেনি।

 ইতমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্যালেস্তাইনের উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থাগুলির ওপর ইজরায়েল যে বিষেধাজ্ঞা বলবত করেছে, তাতে গভীর সমস্যার সৃষ্টি হতে পারে। স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, UNRWA-র ভূমিকা শুধুমাত্র গাজায় নয়, সমগ্র ওয়েস্ট ব্যাঙ্ক এবং পশ্চিম এশিয়া অঞ্চলেই তা’ গুরুত্বপূর্ণ।

 লেবাননের রাষ্ট্রসংঘের অন্তর্বতী বাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণ পশ্চিমাংশের  নাকুরায় রকেট হানায় একাধিক শান্তিরক্ষী বাহিনীর মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন