মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 20, 2025 10:08 AM

printer

গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া প্রথম তিন পণবন্দী ইসরায়েলে এসে পৌঁছেছেন।

গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া প্রথম তিন পণবন্দী ইসরায়েলে এসে পৌঁছেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ইসরায়েলের তিন মহিলা মুক্তি পেয়েছে। চারশো একাত্তর দিন পর ব্রিটিশ-ইসরায়েলি এমিলি দামারি, ভেটেরিনারি নার্স ডোরন স্টেইনব্রেচার, এবং রোমি গোনেন ছাড়া পেলেন।  ২০২৩ সালের সাতই  অক্টোবর, হামাস নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে এঁদের অপহরণ করে। রেড ক্রসের মাধ্যমে ইজ্রায়েলী কতৃপক্ষর কাছে এঁদের হস্তান্তর করা হয়। ডাক্তারি পরীক্ষার পর তারা পরিবারের কাছে ফিরে যান। আরও ৩০ জন ইসরায়েলি পণবন্দী এখনও মুক্তি পান নি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে এর আগে মুক্তি দিয়েছে ।       

     ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে  উল্লেখযোগ্য ঘটনা বলে অভিহিত করেছেন।  চুক্তিটি বাস্তবায়নের  জন্য বাইডেন প্রশাসন এবং রাষ্ট্রপতি পদে নির্বাচিত ট্রাম্পকে তিনি ধন্যবাদ জানান।  ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে । 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন