গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কেন্দ্রীভূত অতি গভীর নিম্নচাপের প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ক্রমশ এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় কিছুটা দুর্বল হয়ে এটি নিম্নচাপে পরিণত হবে এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। আগামী সপ্তাহে দেশের পূর্বাঞ্চল, মধ্যপ্রদেশ, কোঙ্কন এবং গোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, গুজরাট এবং উত্তরপ্রদেশে আগামী ৬ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম বিভাগ।
Site Admin | September 16, 2024 10:05 AM