মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 8, 2025 9:10 AM

printer

গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অনুব্রত, তাঁর পরিবার, সহযোগী সংস্থাগুলির নামে থাকা ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে মোট জমা অর্থের পরিমাণ ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা। ২০০২ এর PMLA আইনের আওতায় এই পদক্ষেপ। ইডি জানিয়েছে, গরু পাচারের টাকা অনুব্রতের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। একই সঙ্গে অনুব্রতের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চলছে। অতীতেও অনুব্রতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত ৫১ কোটি ১৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন