মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 21, 2024 7:25 PM

printer

গত ৪৩ বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের দেশে পা রাখলেন।

ঐতিহাসিক দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কুয়েত সিটিতে পৌঁছেছেন।  তাকে বিমানবন্দরে স্বাগত জানান সে দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল-সাবা । এছাড়াও বিভিন্ন মন্ত্রী ও সচিব পর্যায়ের আধিকারিকরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন তা এই সফর ভারত-কুয়েত বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করবে।

গত ৪৩ বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের দেশে পা রাখলেন। কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবার আমন্ত্রণে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ও সহযোগিতা মূলক পদক্ষেপ এর ব্যাপারে আলোচনা করতে শ্রী মোদির এই কুয়েত সফর।

আজ প্রথমেই তিনি সে দেশের ভারতীয় সম্প্রদায় ভুক্তদের সঙ্গে কথাবার্তা বলেন। তাকে স্বাগত জানান ১০১ বছর বয়সী প্রাক্তন আইএফএস অফিসার মঙ্গল সাঁই হান্ডা। প্রধানমন্ত্রী –  আব্দুল্লাহ আল বারুন এর সাথেও সাক্ষাৎ করেন। তিনি রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যই আরবি ভাষায় অনুবাদ করেছেন। এর প্রকাশক আব্দুল লতিফ আল নাসেফও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উল্লেখ্য, এর আগে মানকি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এঁদের কথা উল্লেখ করেছিলেন।

শ্রী মোদিকে বায়ান প্রাসাদে প্রথাগতভাবে গার্ড অফ অনার প্রদান করা হবে । তারপর তিনি কুয়েতের আমির ও যুবরাজের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন । এরপর শেখ সাদ আল আব্দুল্লাহ ক্রীড়াঙ্গনে ‘আহালান মোদি’ নামে এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি কুয়েতের আমিরের বিশেষ আমন্ত্রণে ২৬ তম আরবিয়ান গালফ কাপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।           

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন