মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 31, 2025 9:39 AM

printer

গত সাড়ে চার মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ১৭৪টি হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে।

গত সাড়ে চার মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ১৭৪টি হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে। গত বছরের ২১শে আগস্ট থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
গতকাল ঢাকায় বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শীর্ষক এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, এসব হামলার বেশিরভাগই ঘটেছে গ্রামাঞ্চলে। কিছু ক্ষেত্রে পুরো পরিবারকে নিশানা করা হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন