গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে ভারতের ডি গুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। সিঙ্গাপুরে আজ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ তথা শেষ রাউন্ডে গুকেশ ডিং লিরেনকে পরাজিত করে প্ৰথমবার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। ১৪ রাউন্ডের এই ম্যাচে গুকেশ তিনটি গেম জিতেছেন এবং লিরেন জিতেছেন দুটি গেম। নটি গেম ড্র হয়েছে।১৮ বছর বয়সী গুকেশ বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবারু যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। আনন্দ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুকেশের আগে রাশিয়ার গ্যারি ক্যাসপারভ ১৯৮৫ সালে ২২ বছর বয়সে কনিষ্ঠতম দাবারু হিসেবে তার দেশেরই এনাটলি কারপভকে হারিয়ে এই খেতাব জিতেছিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ডোমমারাজু গুকেশকে অভিনন্দন জানিয়েছেন৷ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, রাষ্ট্রপতি বলেছেন যে তার জয় দাবা শক্তিতে ভারতের কর্তৃত্ব প্রদর্শন। গুকেশ সারা দেশকে গর্বিত করেছেন এবং ভবিষ্যতে তাঁর আরও গৌরব কামনা করেছেন রাষ্ট্রপতি ।
উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর বলেন, এই অসাধারণ কৃতিত্ব দাবা জগতে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং ভারতের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন ডি গুকেশের অতুলনীয় প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল।