গণ অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার জন্য রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম ঢাকায় গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের পৌরোহিত্যে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানান। বাহারুল বলেন, গত বছর জুলাই এবং আগস্ট মাসে হাসিনার অধীনে নিরাপত্তা বাহিনী যে অত্যাচার চালিয়েছিল, সেই সময়কালে হত্যার অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য ১০ টি দল গঠন করা হয়েছে। এই মামলাগুলি ফাস্ট্র্যাক কোর্টে শুনানি হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হেনস্থার শিকার না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে ইউনুস বিশেষ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছেন বলে খবর।