গঙ্গা জল বন্টন ৩০ বছর মেয়াদী চুক্তি শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার জল এই নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশের সাত সদস্যের একটি দল আজ ফারাক্কায় গঙ্গা নদী সন্নিহিত এলাকা পরিদর্শন করেন। এই কারিগরী দলের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশের যৌথ নদী কমিশন JRCB-র সদস্য মহম্মদ আবুল হোসেন। প্রতিনিধি দলটি আজ বিকেলে বৈঠকে বসবেন। ফারাক্কায় গঙ্গার জলস্তর ও জলের প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যানও খতিয়ে দেখা হবে বৈঠকে।
Site Admin | March 4, 2025 4:34 PM
গঙ্গা জল বন্টন নিয়ে বাংলাদেশের কটি দল আজ ফারাক্কায় গঙ্গা নদী সন্নিহিত এলাকা পরিদর্শন করেন
