গঙ্গাসাগর মেলা-র আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আগামী শুক্রবার। তবে, আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে সাগর মেলা।
গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই তীর্থযাত্রীরা পৌঁছতে শুরু করেছেন। সমুদ্রের কনকনে হাওয়া, আলোকমালায় সেজে ওঠা মন্দির এবং পুন্যার্থীদের ক্রমবর্ধমান ভীড়ে এখন মেলা চত্বর জমজমাট।
মেলা উপলক্ষ্যে সকল পুন্যার্থীর নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ। বাবুঘাটে মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক্ নির্দেশনা ব্যবস্থা। লালবাজার থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের পূণ্যযোগ থাকছে ১৪’ই জানুয়ারী মঙ্গলবার ভোর থেকে পরদিন বুধবার ভোর পর্যন্ত।
এদিকে, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ উপলক্ষ্যে আকাশবাণী এবং দূরদর্শন নিবেদিত একটি গান প্রকাশ করেছেন।