পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ গঙ্গাসাগর যাচ্ছেন। দুপুরে কলকাতা থেকে আকাশপথে গঙ্গাসাগরে পৌঁছে তিনি মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি সমুদ্র তটের বিভিন্ন ঘাট গুলিতে নদী বাঁধ ভাঙ্গন রুখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এবং তার উপরে সেতু নির্মাণের বিষয়ও তিনি কথা বলবেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।
আগামী ৯ থেকে ১৭-ই জানুয়ারী পর্যন্ত সাগর মেলা চলবে। তীর্থযাত্রীদের মেলায় আসার আবেদন জানিয়ে রাজ্য সরকার, ইতমধ্যেই মোবাইলে এসএমএস পাঠানোর কাজ শুরু করেছে।