বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নবান্নে গতকাল গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য পুলিশ, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীকে বাংলাদেশ সীমান্ত ও সংলগ্ন জলপথে যৌথ নজরদারির পরামর্শ দিয়েছেন। মেলায় আসা পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১ হাজার ১৫০টি লঞ্চের পাশাপাশি চলবে ৩২টি ভেসেল ও ৯টি বার্জ। সারা রাত ধরে চলা এই ভেসেলগুলিতে লাগানো হবে জিপিএস ট্র্যাকিং পদ্ধতি। ধর্মতলা থেকে সাগর পর্যন্ত থাকছে ২’হাজার ৫০০ সরকারি বাস ও ২৫০টি বেসরকারি বাস। গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার ব্যবস্থা করছে। এবারেও তার ব্যতিক্রম ঘটছে না। উল্লেখ্য, এবারের গঙ্গাসাগর মেলা হবে ৮ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী পর্যন্ত। মকর সংক্রান্তির বিশেষ পুণ্যস্নান চলবে ১৪ তারিখ ভোর থেকে ১৫ তারিখ ভোর পর্যন্ত।
Site Admin | December 18, 2024 12:32 PM